পোস্টগুলি

জুলাই, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

পুনশ্চ

MISTI DEY (মিষ্টি দে) পুনশ্চ মিষ্টি দে শেষ তবু শেষ নয় অনেকটা চিঠির শেষের পুনশ্চ সব কিছুর ই তো একটা অবশিষ্ট থাকে এও হয়তো সেরকমই কান্না শেষের ফুপানী  শেষ তবু শেষ নয় যেমন দীর্ঘকালীন চাকুরীজিবির অন্তিম দিন শেষ তবু শেষ নয় মনের অন্তর্ভুক্ত স্মৃতি যেন খায় কুড়ে কুড়ে প্রেমিকের সাথে শেষ দেখা শেষ কথা কাটাকাটি শেষ অভিমান আছড়ে পরে বুকের অভ্যন্তরে বাইরের আকাশ বড়ো স্বাভাবিক।  সব কিছুরই তো একটা  অবশিষ্ট থাকে।  যে স্বপ্ন গুলো বাঁচা হোলো না, যে স্বপ্নের ধাগা গেছে ছিড়ে,  যে কষ্টগুলো শেষের অপেক্ষায়,  অবশিষ্ট কিছু কথা যা বলা হয়নি কখোনো অবশিষ্ট আবেগ তীর খুজেঁ ছিলো বহবার,  অবশিষ্ট জীবন- শেষের সেই শেষ মুহূর্তে ও অবশিষ্ট কিছু থাকে। সব অবশিষ্ট কুড়িয়ে আরো একটা নতুন জীবন হয়ে উঠুক স্বয়ং সম্পূর্ণ।

নতুন

MISTI DEY (মিষ্টি দে) নতুন মিষ্টি দে  আজকাল কিছুই বলার থাকেনা,  উপলব্ধির সেতু বাঁধা চলতেই থাকে, আজকাল কিছুই বলার থাকেনা বোকা বোকা হাসি, বোকা বোকা পরিকল্পনা সব কবে মূল্যহীন হয়ে গেছে সে হিসাব ও আর হয়ে ওঠেনা ঝিম ধরা চেতনা কানে কানে বলে এবার একটু বেহিসাবি হয়ে যা নিয়ম, নীতি, মূল্যবোধের কচকচানি থাক সব, যেমন পুরাতন জিনিস পুরাতন তোরঙ্গে ঠাই পায়, তাই ভাঙ্গা জীবনের পাজ্জেল নিয়ে নতুন কিছু সাধা- হতে পারে হিমালয় হতে পারে গহন বন হতে পারে সাদামাটা আটপৌরে জীবন যাই হোক নতুন হবে নতুনত্বের সকাল নতুন পাগলামো নতুন কিছু- তাই নতুনের খোঁজে  পথে পথে সময়ের শেষ একক পর্যন্ত যতক্ষণ না পুরাতন কে মুছে শুরু না হয় নতুনের বোধন।

অভাব

MISTI DEY (মিষ্টি দে) অভাব মিষ্টি দে আমার এক আকাশের ভালোবাসা অভাবের আগুনে পুড়ছে।  অভাব সেতো কতো কিছুরই হয়।  অর্থের, স্বপ্নের, আশার ভালোবাসার।  তবু বাঁচছি, বাঁচতে হয় তাই,  হয়তো ক্ষীণ আশা নিভু নিভু আঁচে বাঁচছে- হয়তো এখনো কিছু বাকি রয়ে গেছে কিছু ঋণ শোধ দেওয়া হয়নি,  হয়তো বা কোনো অসম্পূর্ণ গল্পের শেষ লেখা রয়ে গেছে বাকি মনে হচ্ছে,  বুলডোজার চলছে স্বপ্নের ইমারতে ভাঙছে,  তবু খারা হয়ে আছে, ভেঙে না পড়া স্তম্ভ,  অনবরত হাতুড়ির আঘাত।  তবু আমি স্বপ্ন দেখি,  না দেখে উপায় কি?  বাঁচার রসদ ওইটুকু ই হয়তো নির্বিকার আবরনের আড়ালে কোনো উদ্ভ্রান্ত ছুটে চলেছে গন্তব্যের দিকে।  নিরুৎসাহিত মন জানতে চায়না, গন্তব্য সে কোথায়?

অশ্লীল ভালোবাসা

MISTI DEY (মিষ্টি দে অশ্লীল ভালোবাসা মিষ্টি দে হ্যাঁ ভালোবাসি, ভালোবাসি।  নিয়ম ভাঙা, নিতী বিহীন অনৈতিকতার তকমা আটা ঠিক সেইভাবে ভালোবাসি।  উশৃঙ্খল, বেপরোয়া,  বাউন্ডুলে, বাঁধনহারা হ্যাঁ  ঠিক সেই ভাবে ভালোবাসি।  যেমন কোনো নিষ্ঠুর বিবেকহীন প্রেমিক তার হাতের কঠিন বাধনে দিবারাত্রি জড়িয়ে রাখতে চায়।  ভালোবাসি ঠিক সেই ভাবে যেমন অভিশপ্ত দানব সুন্দরী রাজকন্যাকে বন্দী বানাতে চায়।  মনে হয় চিৎকার করে বলি, ভালোবাসি- এসো প্রথম বৃষ্টির ছোঁয়ায় স্নাত হই, মনের কোনায় কোনায় ভরাট হোক আদ্রতা উন্মুক্ত হোক শরীরের ভাঁজ শরীরে শরীরী ভাষার কানাকানি একে অপরকে জড়িয়ে ফিসফিস ফিসফিস ভালোবাসি, ভালোবাসি।  গাছের পাতায় বাতাসের ঝিড়িঝিড়ি  ভালোবাসি, ভালোবাসি সমুদ্রের ঢেউ, তীরের বুকেতে ভালোবাসি, ভালোবাসি আকাশের হৃদয়ে নক্ষত্র আঁকা চিত্র ভালোবাসি, ভালোবাসি আলিঙ্গন হোক গভীর,  সুমধুর প্রেম সঙ্গীত হোক সে ধ্বংসের শেষ নিদান তবু তুমি, আমি এক হই  অন্ততঃ একবার একসাথে বলি,  হ্যাঁ ভালোবাসি, বড়ো ভালোবাসি।

মিথ্যা প্রেম

MISTI DEY (মিষ্টি দে) মিথ্যা প্রেম মিষ্টি দে কতটা গতিবেগ আমাদের এক করে দিতে পারে,  আলোর গতির থেকে ও বেশি অথবা মুক্তিবেগ।  সব আকর্ষণ কে তুচ্ছ করে , তুমি আর আমি। একে অপরকে আকড়ে, সুখ নয়, শান্তির প্রয়াস।  ভয় হচ্ছে?  বুক টা ধুক ধুক করছে?  পায়ের মাটি যাচ্ছে সরে ? চিরাচরিত একঘেয়ে জীবনের অভ্যেস হারানোর ভয়? তাহলে ফিরে যাও, ভালোবাসার কথা তোমার খামখেয়ালি মনের প্রলাপ ভেবে আমিও যাবো ভুলে, শিড়দাড়াহীন ভালোবাসা ভুলে ছুটবো একা ভালোবাসার কক্ষ পথে অসীমের ভালোবাসায়।

মিথ্যে স্বপ্ন

MISTI DEY (মিষ্টি দে) মিথ্যে স্বপ্ন মিষ্টি দে সপ্ন টা মিথ্যে ছিলো মিথ্যে কথা দেওয়া তোমার আমার সমীকরণ  অজস্র ভুলে ভরা সপ্ন টা মিথ্যে ছিলো একসাথে পথ চলা সুরের সাথে কথা সাজিয়ে বেসুরো গান গাওয়া সপ্ন টা মিথ্যে ছিলো মিথ্যে দেওয়া নেওয়া হিসাব সব বেহিসাবী দেওয়া শুধুই দেওয়া স্বপ্ন টা মিথ্যে ছিলো   মিথ্যে সকল কথা খরচ হিসেবে দাড়িপাল্লা নোয়ালো তার মাথা।  দাড়িপাল্লায় উঠলো মন উঠলো স্বপ্ন সকল একসাথে সেই সময় গুলি  আকাসকুসুমের ঢল অপর পাশে মিথ্যে শুধু শূন্যে ভরা সব  যন্ত্রণা আর অপমানে রক্তাক্ত মন দাড়ি পাল্লার কাটায় টান মনের ভারে কাঁপে অপর পাশে ছিটকে পরা কতো স্বপ্ন দেখে সময় যেনো থমকে যায় চমকে আকাশ লাল হৃদয় ভাঙা রক্তে যেনো তীব্র হাহাকার।  তবুও আজও স্বপ্ন দেখি জীবন তরীর মাঝি হয়তো কখোনো ভাসবো  দুজন  একসাথে পাশাপাশি আকাশ মাঝে নক্ষত্র সব করবে কানাকানি নতুন সপ্তর্ষি গড়বো আমরা ওই আকাশের মাঝামাঝি।