পোস্টগুলি

আগস্ট, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

#বৃষ্টি পরে টাপুর টুপুর

 #বৃষ্টি পরে টাপুর টুপুর মিষ্টি দে বৃষ্টি পরে টাপুর টুপুর ছাদনা খোঁজে পথের কুকুর আমার মাথায় ছাদ যে আছে পড়ুক না জল টুপ্ টুপ্ টুপ্ বৃষ্টি পরে টাপুর টুপুর একঘেয়েমি ক্লান্ত দুপুর মানুষ নয় সব গুচ্ছ পাগল বলছে কথা আবোল তাবোল হটাৎ হটাৎ হচ্ছে চুপ বৃষ্টি পরে টুপ্ টুপ্ টুপ্ শান্ত নদী খেপছে ধীরে নৌকা বাঁধা তারই তীরে ইচ্ছে পালে লাগছে হাওয়া পূরণ হবে অনেক চাওয়া পানকৌড়ি দিচ্ছে ডুব বৃষ্টি পরে টুপ্ টুপ্ টুপ্ বৃষ্টি পরে টাপুর টুপুর সময় হলো এবার শুরুর ইচ্ছে পাল দুলছে দেখো দাঁড় কে একটু সামলে রেখো ঢেউয়ের মাথায় নৌকা দোলে স্বপ্ন তীরে যাবেই চলে বৃষ্টি পরে টুপ্ টুপ্ টুপ্ টুপ্ টুপ্ টুপ্, টুপ্ টুপ্ টুপ্...

সময় যে যায় হেঁটে হেঁটে

 #সময় যে যায় হেঁটে হেঁটে মিষ্টি দে দিনের পরে দিন যে যায় আজ ও যায় কাল ও যায় পরশু ও যায় হেঁটে হেঁটে বন্ধ ঘরে দিন গুজরান স্বপ্ন পাখি হয় হয়রান আজ ও যায় কাল ও যায় গ্রীষ্ম পেরিয়ে বর্ষা ও যায় সময় চলে হেঁটে হেঁটে রোজ ই আশা নতুন দিনের সকাল থেকে সন্ধ্যের অলস ভাবে সময় যে যায় মনটা চলে হেঁটে হেঁটে উদাস ভাবে চেয়ে থাকা বন্দী ঘর পাগল খানা মুক্তি খোঁজে স্বপ্ন ডানা সময় চলে হেঁটে হেঁটে......
 31 december Aj ses provate bole jabo ses kotha 365 diner bojha kadhe niye  Chole jabo Itihaser kole matha rekhe Ses ghume Je ashay 365 diner mala gethechhilam Je ashay gore tulechhilam notun swapno Tar var diye jabo notuner kadhe Amar apotyo He nobin He amar sorosi konya Ja parlam na ta sompurno koro tumi Tomar agun dristi te jaliye diyo joto annay Tomar mamatamoyi sporse pasane jagiye tulo pran Tomar chole jawa jeno na hoy amar moto kono dogdho itihas  se Beche thake jeno natun sthapotyer protinidhi rupe .

নিষ্ঠুর

 কিছু ই বোলবো না তোমাকে যা ইচ্ছা তাই করো আঘাত করলে করো অধিকার  আছে  তোমার শুধু চিন্তা একটাই আঘাতের ছবি  তোমার মনের আয়নায়  কেন ফুঁটে ওঠে?? আমার চোখের ভাষায় কি কিছু দেখতে চেয়েছ??? ঠোঁটের ভাষায় কিছু  শুনতে চেয়েছ???? তুমি ভুলে গেছ আমি অধরা, আমি মরিচিকা তাই আমায় আঘাত করবার মিথ্যা অহংকারে  নিজেকে কোরো না আঘাত  শেষ হীন এই বিনাশে শুধূ ধংশের ছবি আঁকা  ফিরে যাও চিরাচরিত জীবনের আলিঙ্গনে আঘাত কোরোনা আমায় মুক্ত বিহঙ্গ আমি বেধোঁনা আমায়  তোমার খামখেয়ালির শৃঙ্খলে.....

একলা

 সারাটা দিন একলা বসে থাকা অকাজ কাজে নিজেকে ডুবিয়ে রাখা তোমার কথা আসেনা আমার মনে তুমি সেই, আমার হারিয়ে যাওয়া আশা

কেউ বলতে পারো

 রাতের প্রহর যায় পেরিয়ে  বাইরে কুকুরের ডাক  জানিয়ে চলে  শুধু তুমি  না  জেগে আছি আমি ও। আধ ভাঙা চাঁদের আলো জানলার পর্দার আড়াল থেকে  বুকের ওপর এসে পরেছে হয়তো হৃদয়ের গোপন বাসনাটা  জানবার চেষ্টা করছে  বুকের ওঠা নামায় হয়তো কিছুটা ইতস্তত  রাতের গভীরতা যাচ্ছে বেড়ে  আকাশের রং যাচ্ছে বদলে মনের রং কখনো বদলায় কেউ বলতে পারো??

বাঁধন

বাঁধন   মিষ্টি দে  যখন শেষ হয়ে যায় সব কিছু যখন মুক্তির স্বাদ আসে মৃত্যুতে  ঠিক তখন জীবনের সুরে গান বাঁধলে তানপুরার তার গেছে ছিরে বহুদিন  নিরব স্মৃতি নিরবে কবরের তলায় বেঁচে থাকে আশার মরিচিকা তবে কেন? ধূসর বালিয়াড়ি ছিলো ভালো  স্বাভাবিক অভ্যস্ত পথ আজ আর নতুন পথ ভালো লাগে না আলোর তীব্রতায় চোখ যায় ঝলসে তোমাকে চিনতে চাইনা ভুলে যেতে চাই ভেঙে ফেল শৃঙ্খল  সকলের অগোচরে  বেঁধেছিলে বেঁধে রাখবার বাসনায় .....

সেকি সত্যি ভালোবাসা

 একটা নীরব অনুভূতি  একটুখানি ছোঁয়া  তোমার আঙ্গিনায়  আমার একটা দিনের চলা সেই হৃদয় ভাঙা ঝড় না বলা সেই কথা তোমার খামখেয়ালি ছোঁয়া  আমার নিরব চেয়ে থাকা  তোমার হাজার কথার মাঝে  আমি হারাই বারে বারে তোমার একটুখানিক ছোঁয়া  সেকি সত্যি ভালবাসা????

অবগাহন

 হাজার সূর্য  রয়েছে ঘিরে  আমার মনের অন্তরালে  উদয় আর অস্ত যাবার খেলা  নিত্য চলে এখানে ...............

ভাবনা

 ভাবছি যেন অনেক কিছু  ভাবছি আকাশ ছোঁয়া  মনের ঘরটা আজকে আমার  স্বপ্ন দিয়ে ধোয়া । হাহুতাশ অনেক হলো অনেক হেড়ে যাওয়া  এবার শুধু আলোর সাথে  নিত্য খেলা করা । আয় বন্ধু আমার সাথে  খেলবো নতুন খেলা  নতুন আকাশ গোড়বো আয় সাজাবো তারার মেলা।

বৃষ্টি র দিন

 বৃষ্টি ভেজা দিন  বৃষ্টি ভেজা রাত বৃষ্টি ভেজা মন আমার  বৃষ্টি ভেজা প্রাণ। মেঘলা মনের ধার দিগন্তে মিললো কার নবো নতুন আশায়  মন জুড়ে ভালোবাসায় স্বপ্ন অনেক আছে  রইবে তারা কাছে  তোমার অপেক্ষায়  তোমার পথ চেয়ে  তুমি বৃষ্টি হয়ে এসো আমায় ভালোবেসো ওই দিগন্তে ওইখানে  মিলবো তোমার সাথে  তুমি আমায় ভালোবেসো  ওগো শুধু আমায় ভালোবেসো ......

দল ছুট

 চল চল দল ছুট কর লুঠ কর লুঠ  নিপাত যাক নিপাত যাক  সমাজ সংসার নিপাত যাক হাসব  আজ অট্টহাসি  শোন যে ওই পিচাষী মিছিলে চল পা মিলিয়ে  বলে ওঠ একই সাথে  লুটে নে কেড়ে নে সব যত সব আছে আজব হয়ে ওঠ সেচ্ছাচারী যত সব দুরাচারী   চল চল দল ছুট কর লুঠ কর লুঠ

নতুন স্বর্গের বীজ রোপণ

 উপলব্ধি আর চেতনা  যখন পথ আটকে দাঁড়িয়ে  তখন মন চায় চিৎকার করে বলি আমি নির্বোধ হতে চাই আলোয় আলোয় সত্য যখন প্রকাশ্যে  আমি তখন অন্ধকারের মৃদু আলোয়  মিথ্যা হতে চাই আমি কবরের মধ্যে নেব নিঃশ্বাস  আমি অপরিচিতের ভিরে যাব হারিয়ে  অপহরণ করবো নিজ আত্মা  ছুড়ে দেব মেঘের রাজত্ব পেরিয়ে অন্য কোথাও  নতুন স্বর্গের বীজ রোপণ ......

আড়ালে

 থাক সব যা ছিল মনের ক্যানভাসে চাপা থাক শব্দের  আলোড়নে  তুচ্ছ অভিমান  বিসর্জন  যাক গড়িয়ে পড়া নোনা জলের গভীরে  হাসি থাকুক ঠোঁটে মিথ্যা সুখের বার্তা আনুক বয়ে সুখের মুখোশে চাপা থাক ফল্গু নদীর কান্না   চিরকালীন চিরকালের মতো...

চলো আবার শুরু করি

 চলো আরও একবার  শুরু করি শূন্য থেকে আবার পথ চলি আবার তোমায় নতুন করে চিনি আবার তুমি ডেকে  বলো এই সাথে চলবে কি??? আবার বৃষ্টি আসুক  ভিজিয়ে দিক মন আবার ফুল ফুটুক  আবার তুমি ডেকে বলো এই কাছে আসবে কি? ? চলো আরও একবার মনের কথা বলি আরও একবার আমায় কাছে নাও আরও একবার তোমার আদরে স্নান  আরও একবার তোমার অধিকার  এবার আর জিতবো নাগো হারতে চাই আমি  আসুক ঝড় ভাঙুক সব  হোক সব একাকার ....

নকল হইতে সাবধান

 নকল হইতে সাবধান   নকল নকল নকল সব নকল মন আর নকল প্রাণ  নকল মালে দোকান ভর্তি  নকল প্রেমে মন নকল মানুষ নকল ফানুস  নকল ইঁদুর দৌড় নকল জীবন নকল বাঁচা  নকল হাসি নকল কাদাঁ নকল স্বপ্ন নকল চেষ্টা  নকল ইচ্ছা পূরণ জীবন মাঝে নকল খেলা  অনিশ্চিতের ভেলায় ভাসা তুমি ও নকল  আমি ও নকল  দুনিয়া ভর্তি সবটা নকল আজকে এসো মিছিল করি নকল যা সব দূর করি নকল থেকে আসল খুঁজি  কোথায় আছে প্রানের পুঁজি  প্রাণের শেষে প্রাণের দেখা  মৃত্যু মাঝে নিজেরে পাওয়া  আসল নকল থাক সব আজ সাদা কাপরের নতুন এ সাজ মৃত্যু মাঝে জীবন পেলাম  আসল নকল ভুলে গেলাম

জাগরণ

 আজ জাগবে ঘুম ভাঙা পাখি  আজ জাগবে সঙ্গে সেই মন আজ আকাশে উড়বে আমার ঘুড়ি  ভোঁকাটা হবে তোমার সেই জন

পথ চাওয়া

 নীল আকাশের  সীমান্ত  আমার মনের দিগন্ত  শুধু তোমায় খোঁজে দৃষ্টি  এ নিরব বৃষ্টি  শুধু একলা বসে থাকা  স্বপ্নে মালা গাথা  আমার অলস বসে থাকা  শুধু  তোমার পথ চাওয়া ...........

ধোঁয়াশা

 ধোঁয়াসা  কিসের শব্দ বলোতো  মনের ভেতর কেমন যেন  গোঙরানী আওয়াজ  মুক্তি খুঁজছে  মুক্তির আশায়  অন্ধকার যেন অনাথের মতন অবলম্বন খুঁজছে  আলোর নেশায়  আজ আমি পথহারা  আমি অশান্ত প্রশ্ন  তুমি ও এই পথ ধরে  হেঁটে গেছ বুঝি তাই তোমার মুখটাও ম্লান  তোমার  দৃষ্টি ও স্থির  একি প্রতিবিম্ব নাকি? এ কি শত শত প্রতিবিম্ব   আমার চারপাশে  মুক্তি খুঁজছে  আর মরছে মুক্তির আশায়  পেটের ভেতর থেকে  একটা দমফাটা হাসি যেন বেরিয়ে আসবার চেষ্টায়  দমবন্ধ করে দিচ্ছে  মুক্তি খুঁজছে  নির্বোধের দল আর মরছে মুক্তির আশায় মুক্তিদাতার পথ চেয়ে .....misti de

মন বর্ষা

 মন বর্ষা  মেঘলা মনের  আকাশ  বর্ষা এলো বুঝি চোখের পাতায় জল আলতো করে বুজি সবার অলক্ষে করছে ছলছল মেঘের ওপর মেঘ এ কোন সে মনের আবেগ আকাশ কালো করে মেঘের দাপট আজ আমায় নিয়ে খেলা  আজ শেষের বেলা ক্লান্ত আঁখি আমার  বর্ষা জলে ধুয়ে  নতুন প্রাণ পেল নতুন প্রভাত আলোয় নতুন স্বপ্ন ছুঁয়ে  আজ আলোর ঠিকানায় ....Misti De

বিরাম

 আজ বৃষ্টির জলে  ধুয়ে যাক ক্লান্তি  চোখের জলে গ্লানি  ভিজুক শরীর  ভিজুক আত্মা  তোমার আরাধনায় নিজেকে করবো দান আত্মহুতির হোমাগ্নি শিখা  পরবো কপালে পবিত্র হবো পবিত্র  স্পর্শে আজ আসুক ওই আকাশ ভাঙা ঝড় ভেসে যাক আবরন বাঁচুক আবেগ নষ্ট হোক নষ্টনীড়  গড়ে উঠুক স্বপ্ন মন্দির আশার নতুন আবেশে.........    Misti De ছবি সৌজন্যে  স

দুটি অনু কবিতা

 সময়ের ঘেরাটোপে বাঁধা মন আজ মুক্ত বিহঙ্গ সম উড়ে যায়  অজানার উদ্দেশ্যে পারিবে কি ধরিতে তাহাকে হারিয়ে যাওয়ার পথে আরেকটি বছর  মৃত্যুর কাছাকাছি  আরেকটি বছর  স্বপ্ন হারাবার পথে  আরেকটি বছর  জীবন চেনার সাথে আরেকটি বছর

চিহ্ন

 জীবন খুঁজছে পরিণতি মৃত্যুর আবডালে মৃত্যু খোঁজে পরিণতি জীবনের স্পন্দনে রেখে যায় হাসি রেখে যায় আশা মানুষের মাঝে দিয়ে যায় ভালোবাসা ভুলে যায় স্মৃতি মুছে যায় নাম মনে থাকে শুধু  সময়ের ফেলে যাওয়া ছাপ...

বিশ্বাস

 বিশ্বাস বিশ্বাস   তুমি  কে গো? যতবার তোমায় ধরতে যাই তুমি মিলিয়ে যাও কেন???  বিশ্বাস ,   তোমার মনে আছে  অন্ধকার ঘেরাও গলির চারিপাশে  তোমায় ছুটে গিয়ে বলতাম  আমাকে নিয়ে চলো এই দেখো আমার হাত দুটো রক্তাক্ত  পা দুটো অবশ আমার ভাবনা, ভাবনা বিহীন পথে গোলোক ধাঁধায় পথ হারিয়েছে আমাকে নিয়ে যাবে গো?? তুমি উত্তর দাওনি বিশ্বাস!  আমার বিশ্বাস  আজ মুক্ত বিহঙ্গ সম বিস্তৃত  পথ ধরে, জীবন খেলার বাজি ধরে উরে যাবার মূহুর্তে ও তোমার পথ চাও য়া  তোমার আরাধনায় জীবনের এতগুলো বছর  মিথ্যা সব???? মিথ্যা পথ চাওয়া মিথ্যা অপেক্ষা  মিথ্যা এ  শ্রদ্ধা ???? তবে তাই হোক  আত্মা হোক নষ্ট   জীবনের হোমাগ্নি শিখায় আহুতী পরুক তোমার  অবিশ্বাসের কফিনে  বন্দি হোক বিবেক  বিবেক হীন মানুষে হই পরিণত  হয়ে উঠি স্বার্থান্বেষী চেতনা বিরোধী যন্ত্র .......  মিষ্টি দে

অনু কবিতা

 একটা কথা বলতে গিয়ে অনেক কথা বলি ভালোবাসি এই কথাটা বলতে ভুল করি সহজ কথা সহজ নয় কঠিন হয়ে যায় অনেক কথার ভিড়ের মাঝে আসল হারিয়ে যায়

হারানো

 হারিয়ে যাচ্ছে সব হারিয়ে যাচ্ছে  সূর্য দিয়ে ঘেরা  মনের চাঁদের ঘর হারিয়ে যাচ্ছ তুমি  হারিয়ে যাচ্ছি আমি  হারিয়ে যাচ্ছে  আবোল তাবোল  জীবনের কোলাহল ....

অনু কবিতা

 আমরা দুজন থাকবো পাশাপাশি  যতই হোক মেঘলা  আকাশ  যতই বিপদ ভারি আমরা দুজন থাকবো পাশাপাশি

দীপাবলি

দীপাবলি মিষ্টি দে আলোয় ভরুক আকাশ আজ আলোয় ভরুক মন মুছুক অন্ধকার  ওরে তোরা আমার কথা শোন । জ্বেলে দে ম্নের আলো ঘুচুক দুঃখ কালো  আজ নতুন গানের সুরে  মন উঠেছে ভরে, নতুন করে দেখা নতুন আলোয় চেনা পুরাতনের বিসর্জনে নতুন করে বাঁচা।।  "Aaloy bhoruk aakash Aaj aaloy bhoruk Mon Muchhuk andhokaar Ore tora amar katha son Jelede moner aalo Ghuchuk dukhkho kalo Aaj Natun ganer sure Mon uthechhe bhore Natun Kore dekha Natun aaloy chena Purataner bisarjane Natun Kore bacha." Happy dipabali bandhura

ঘুম ভাঙা

 মন খারাপের ভাবনা থেকে  মন ভালোর ঠিকানা  তোমার আমার স্বপ্নের এই তো খাজানা  মনের ভেতর উঁকি দেয় হারিয়ে যাওয়া দুপুর  রাতের শেষে ভাঙলো  অমাবস্যার ঘুম .....

বন্ধু তোকে খুঁজি

ছবি
বন্ধু তোকে খুঁজি মিষ্টি দে বন্ধু তুই কোথায়  আমার মন হারায়  আয়না আমার কাছে  মনটা তোকে খোঁজে  বন্ধু তুই কোথায় আমার মন হারায় জোৎস্না মধুর রাতে সবুজ ধানের ক্ষেতে ওই পাহাড়ের দেশে না নীল দিগন্তের শেষে বন্ধু তুই কোথায় আমার মন হারায় কাঁপছে চোখের পাতা পদ্ম পাতার ধারা খুঁজছে মনের দিশা আসছে গভীর নিশা বন্ধু তুই কোথায় আমার মন হারায় ধরবি আমার হাত কোরবোনা আমি রাগ রাখবি বুকের কাছে চোখ পলকের মাঝে নতুন দিনের আশা  মোদের ভালোবাসা স্বপ্ন হবে পূরণ মোরা থাকবো দু'জন সাথে এই তো বন্ধু আয় আমার মন চায় আয় বন্ধু আয় আমার কাছে আয়...      

গোপন

 আকাশের কপালে অস্ত রাগের সিঁদুর এলোথেলো চুলে ভালোবাসার ছোঁয়া মনে হয় স্বপ্ন চুরির আনন্দ রামধনু রং মনের ক্যানভাসে ফুটে ওঠে লুকিয়ে রাখা সেই ছবি ভয় হয় , ধরা পড়লো বুঝি কপালে আঁকা অস্ত রাগের সিঁদুর...

বাস্তব

 বাস্তব  মিষ্টি দে থাক উষ্ণতা ভরা সকাল  থাক বিকেলের গল্প বলা বাঁচুক নবান্নের ইতিহাস  নব নাটকের মঞ্চ হোক সাজা  আসুক নতুন অতিথি  রাজবেশে সাজানো হোক তাকে বাজুক ঘন্টা  পর্দা যাক সরে জীবনের নাটক হোক মঞ্চস্থ শেষ হোক মিথ্যার খেলা  জীবনের আলো উঠুক জ্বলে  নাটকের মঞ্চেই লেখা হোক ইতিহাস  জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে ....

আড়ি

ছবি
 আড়ি মিষ্টি দে ঠিকানা হলো চুরি  ঘুম ভাঙা চোখে তাই ঠিকানা শুধু খুঁজি  চাঁদের আলোর কিরণমালা বাঁধছে অনেক সুর তার চেনা সুরের পথ ধরে ঠিকানা তোমার  খুঁজি  ভুলতে পারো তুমি আমায় নেই তো অভিমান  নাই বা রাখলে মনের কোনায়  নাই বা দিলে মান ঠিকানা তোমার খুঁজে পেলে যাবনা তোমার বাড়ি  আমার সাথে করেছো জানি চির জীবনের  আড়ি..... कट्टी **** चुरा लिया गया पता निंदिया टूटे नयन तब ढूंढे सिर्फ पता चन्द्रिम चमकती किरणमाला बांध रही सुर अनेक उसी परिचित सुर पथ पर पता तुम्हारा ढूंढती भूल सकते हो तुम मुझे नहीं है कोई अभिमान न रखा मन के किसी कोने में न ही दिया हो कोई मान पता अगर मिल भी जाए नहीं जाऊंगी घर तुम्हारे मेरे साथ की है तुमने चिर जीवन की कट्टी.... ¤¤¤¤¤¤ © मिष्टी डे ¤¤¤¤¤¤ ( बांग्ला से अनुवाद... देवदीप )

তারা খসা

 তারা খসা মিষ্টি দে তারা খসা আজ ঈশান কোনে, অনুভুতি হীন আবেগের হলো পোস্টমর্টেম কাটা ছেঁড়া হলো স্বপ্ন নামক মৃত শরীরের অক্টোপাস। ঐ নিবে যাওয়া আলোর  শেষ স্ফুলিঙ্গে  বেঁচে থাকবে সেই নাম আবেগ বিহীন শব্দের   চিত্র নাট্য হবে লেখা অবশেষে  শেষ হবে  শেষ সর্বনাশ ....

অণু কবিতা

 প্রেম যখন নিশ্চুপ  অনুভূতি ভাষা হীন তখনও হৃদয়ের কঠিন আবেগে  লেখা ছিলো কার সেই নাম? বর্ডারের কাঁটা তারের মতো!!!!!

আমার স্বপ্ন

 স্বপ্ন  আমার আশা আমার  প্রাণ ভ্রমরার দল এদিক ওদিক  কোথায় ঘুরিস কিছু তো আমায় বল। আকাশের ওই রামধনু আজ মনের কোনায় জাগে প্রাণের সুরে গান গেয়েছি অজানা সেই রাগে....

ইচ্ছে করে

 "ইচ্ছে করে তোমায় আমি  জড়িয়ে ধরে বাঁচি  জরিমানা হয় হোক  জীবনের হিসাব থাকুক বাকি তোমার বুকে মুখটা আমার  সুখ নেয়নি বহুদিন  তোমার হাতের ছোঁয়ায়  মন হারাইনি কতদিন  ইচ্ছে করে তোমায় আমি অনেক ভালোবাসি  ভালোবাসার ডুব সাগরে ডুবতে আমি রাজি  ইচ্ছে করে  তোমায় আমি  জড়িয়ে ধরে বাঁচি "

সূর্যমুখীর সূর্য

 সূর্য শুনতে পাচ্ছ  আমার  সূর্য ---- আমি তোমার সূর্যমুখি গো আকাশের কোল ছেড়ে  আমার কাছে একটিবার আসবে গো! আজ দেখো বসন্তের আবেশে সবাই কেমন মেতেছে,  একটিবার আমার কাছে আসবে গো আজ আর দূর থেকে নয় তোমায় বড়ো কাছে পেতে ইচ্ছে করছে  আমার এই হলুদ পাপড়ি তে তোমায়  জরিয়ে ধরতে ইচ্ছে করছে সূর্য আমার সূর্য .....

খেলা

 খেলা  সেই ছেলেটা হাবলা কাবলা দুনিয়ার এই গোলোক ধাঁধায় হারিয়ে  খুঁজছে তার বন্ধু স্বপন  সেও যে গেছে হারিয়ে  গ্রামের মাঠে খেলতো খেলা  কাঁদায় শরীর জরিয়ে দুনিয়ার এই সার্কাসে আজ দেখায় খেলা উল্লাসে বন্ধু স্বপন ফিরবে কখোন অপেক্ষাতে দিন গোনে গোলোক ধাঁধার কাদায় আজ শরীর টাকে ভিজিয়ে....... মিষ্টি দে

রঙ লেগেছে মনে

 রঙ লেগেছে মনে আমার  রঙ লেগেছে প্রাণে  রঙ লেগেছে ওই দেখো ওই আকাশ পরীর গায়ে রঙ লেগেছে স্বপ্ন গুলোয় রঙ লেগেছে ফুলে চম্পা, চামেলি একই সাথে  নানান রঙের সাথে  আকাশ জুড়ে রঙের খেলা  দিগন্তে যায় মিশে শামলা মেয়ের গালের লালি কি জানি কার উদ্দেশ্যে

১৪২৪

 ১৪২৪ পুরাতনের হোক বিসর্জন   নতুন আসুক নতুন প্রভাতী গানে পুরোনো সব কিছু  যা ছিলো জীর্ণ, ধুলোয় ছিলো মোরা  চিরকালের মতো যাক হারিয়ে  নব নবীনের সাজে সাজুক নতুন সকাল  সূর্যের প্রথম আলোয় করুক স্নান  নতুন স্বপ্নের সাথে আবার শুরু হোক পথ খোঁজা  আবার পথিক সেজে চলা হোক শুরু  খোঁজা হোক জীবনের মানে আবার একটা বছর নতুন থেকে পুরাতনের যাত্রা  আজ নতুন  আশায় রূপদান পুরাতনের পুরাতনীর নব নবীন সাজ.......... মিষ্টি দে

ভুল

 ভুল  মিষ্টি দে সেদিন ছিলো দীপাবলি  চোখে চোখ রেখেছিলাম । আজ তার নাম টা  মনের কোথায় যেন হারিয়ে গেছে,  মনে আছে, ছিপছিপে গড়নের শ্যামলা ছেলেটি,  ঠোঁটের কোনে দুষ্টুমি ভরা হাসি নিয়ে  বেহিসেবি সওদাগর সেজেছিলো চৈত্রের সামিয়ানা টানিয়ে  অকাল বসন্তের উদ্বোধন । খুব আনন্দে মেতে উঠেছিলাম  ওই যে আকাশের বুকে উড়ে যাওয়া  বাঁধন হারা পাখিগুলো  নীল আকাশের বুক চিরে  উড়ে চলে এদিকে থেকে ওদিক  আর ওদিক থেকে এদিক  মনটাও তখন খাঁচা ছেড়ে বেরিয়ে  উড়ে চলেছিলো সামিয়ানার এদিক থেকে ওদিক  উড়তে উড়তে কখোন যেন সওদাগরের সামিয়ানায় আটকে পড়লো, বুঝতে পারেনি। বেহিসেবি সওদাগরের হিসেবে হলো ভুল  সহজ সরল মনের বিনিময়ে  দিতে হলো  সত্যের উপলব্ধি  .....

আত্ম বিসর্জন

 আত্ম বিসর্জন  মিষ্টি দে জীবন যেন কখন বদলের পথে ছুটলো সাদামাটা বোকাশোকা মেয়ে  টা বদলের পথে হাটলো বদল চাই বদল  চাই চিন্তা ধারার বদল বাইরের পোশাকে বদল চাই,  কথার ধরনে বদল চাই  হাঁটা চলা, কথা বলা, চোখের চাউনিতে নেশা ধরাবার আগুন চাই। তবেই তো জীবন তোমাকে কাছে টেনে নেবে তবেই না সুখের পসার তোমার পায়ে এসে পড়বে। জানো তো এ সমাজ তোমার  মতো  সরল রক্তের নেশায় ছুটে বেড়ায় তোমার মতোন বোকাশোকা মানুষ কে নিয়ে  তামাশা দেখানোই এদের কাজ।  ভালোবাসা এখানে ক্লীবতার আড়ালে লুকায় বিশ্বাস, ডাস্টবিনে কুকুরে ছিড়ে খায় এখনো সময় আছে  বদলের প্রবাহে বয়ে যাও এখনো সময় আছে সময়ের আগুনে দাহ করে  মনের বিসর্জন দাও। দেখবে, জীবন দু হাত বাড়িয়ে  তোমাকে কাছে টেনে নিচ্ছে  সুখের সাথে রোজ ওঠা বসা দেখবে তুমি মন বিহীন যন্রে হয়েছো পরিণত পরিপূর্ণ এই সমাজের সম্পদ ।।।।।

এক ঈশ্বর

 এক ঈশ্বর মিষ্টি দে রথের চূড়া ঈদের আলোয়  হয়েছে উজ্জ্বল  ঈদের তেওহার প্রাণ পেলো  সেতো রথের মেলার ফল  রথ মিশেছে ঈদে ও ভাই  ঈদ মিশেছে রথে তবুও আমরা ভিন্ন কেনো  এই ছন্নছাড়ার দেশে।

সমীকরণ

 বেহিসেবি হিসেবের সমীকরণ  জীবনের ওঠা নামা আর নতুন চলন বাঁকা সোজা,  মরে বাঁচা  উন্মাদনা শেষ  আর যাই হোক অবশেষ নিঃশেষ ।।।                                   মিষ্টি দে

বন্ধু অমিতাভ

 বন্ধু অমিতাভ  মিষ্টি দে অমিতাভ শুনতে পাচ্ছ তোমার চলে যাওয়া  শুধু তোমার সংসার কে করেছে আঘাত । আর সব আগের মতোই আছে অমিতাভ দেখতে পাচ্ছ দীপাবলির আলোয় কলকাতা কেমন ঝলমল করছে তোমার স্ত্রীর চোখের জল আজ ও ছলকে ওঠে অমিতাভ বুলেটের আওয়াজ টা কি  আজ ও শুনতেপাচ্ছ  শব্দ বাজির দাপটে ধামাচাপা পড়ে গেছে যেমন ধামাচাপা পড়ে গেছে  তোমার মায়ের আর্তনাদ । অমিতাভ রা চলে যায়  অমিতাভ রা হারিয়ে যায় । কতো অমিতাভ শেষ হয়ে যায় । তবু দীপাবলি আসে আলোর রোশনাই তে মন হারিয়ে যায়  আলো চাই আলো নতুন পথের আলো নতুন আশার আলো তারপর, আবার অমিতাভ রা জন্ম নেয় .......

সত্য

 সত্য মিষ্টি দে তুমি কে? আমি সত্য ।  লুকিয়ে আছো কেন? মিথ্যার জয়ধ্বনি শুনতে পাচ্ছ না?  কই?? এতো হরিধ্বনী? ওই তো, সত্যের মৃত্যু ঘোষনা করেছে ওরা। কিন্তু তুমি তো এখানে - ওরা আমার  চেতনা কে স্বশানে নিয়ে যাচ্ছে । শুনতে পাচ্ছ না???? হরি বোল হরি বোল।

ছলনা

 তোমার সাথে  বলতে কথা কিছুক্ষণ  সব কিছু ওলোটপালট হয়ে যায় সর্বক্ষণ  । শুনছো......  শুনতে  তুমি সবই পাও,  ইচ্ছে করে মনটা তোমার   অন্য কোথাও হারিয়ে দাও    মনের মধ্যে অনেক কথা জমতে থাকে প্রতিদিন  শুনবে তুমি সময় করে? কাজ তো থাকেই নিত্যদিন  নাই বা আসলে আমার কাছে নাই বা রাখলে মন মাঝারে  তবুও আমায় ভুলবে না গো বাসা বেঁধেছি অবচেতনে মনের গভীরে গভীর  মনে অন্তঃপুরের গোপন কোনে কার ছবি উঠলো ভেসে? কোন হাসি আজ ঠোঁটের কোনে  ছোট্ট করে  উঠল হেসে???

ধরা পড়া

 তোমার সাথে  বলতে কথা কিছুক্ষণ  সব কিছু ওলোটপালট হয়ে যায় সর্বক্ষণ  । শুনছো......  শুনতে  তুমি সবই পাও,  ইচ্ছে করে মনটা তোমার   অন্য কোথাও হারিয়ে দাও    মনের মধ্যে অনেক কথা জমতে থাকে প্রতিদিন  শুনবে তুমি সময় করে? কাজ তো থাকেই নিত্যদিন  নাই বা আসলে আমার কাছে নাই বা রাখলে মন মাঝারে  তবুও আমায় ভুলবে না গো বাসা বেঁধেছি অবচেতনে মনের গভীরে গভীর  মনে অন্তঃপুরের গোপন কোনে কার ছবি উঠলো ভেসে? কোন হাসি আজ ঠোঁটের কোনে  ছোট্ট করে  উঠল হেসে???

ফুল

 "লেখার আছে অনেক কিছু  লেখার আছে স্বপ্ন  লেখার আছে অনেক মনের  কথা অল্প অল্প  তোমার দেওয়া ফুলটা সেই আজও আছে যত্নে  গন্ধ নেই শুকনো কলি মন ছুঁয়ে যায় স্পর্শে-"

জানি

 জানি আকাশের তারা সাথে আছে জানি  জানি দূরত্বের হাতছানি  জানি জীবনের মানে মৃত্যুর কাছাকাছি   জানি বেঁচে থাকা  প্রতি পলে পলে পেয়েছি ভয় চোখের জলে জানি আকাশের তারা আকাশে ঘুমায়  শ্মশানের ছাই - চোখের জল আগুন নেভায় জানি -জানি ।। মিষ্টি দে

ব্যথা

 ব্যথা  "যখন আমি হারিয়ে যাব হয়তো তখন বুঝবে  সূর্যাস্তের শেষ আলোতে  হয়তো আমায় খুঁজবে  যখন আমি হারিয়ে যাব দূর আকাশের কোলে আর কখনো ফিরবো না থেকো আমায় ভুলে যখন আমি হারিয়ে যাব আসব না আর ফিরে হাজার খুঁজেও পাবে না আর কেঁদো  আপন মনে" মিষ্টি দে

আঘাত

মন টা আজ ডুবে যাওয়া জাহাজ হটাত আসা সমুদ্রের ঝড়ে মন টা আজ বাসা ভাঙা পাখির মতন নিরুপায় অসহায় দীপাবলির আলোর ঝর্নায় আজ আলোর কানাকানি আকাশ প্রদীপ আজ  আকাশের বুকে একে চলে নিত্য নতুন কাহিনী মনটা কেন অন্ধকারে বন্দী নিরাপরাধ আসামীর মতন মনটা আজ ডুবে যায়  চোরাবালির আঁধারে আরো অন্ধকার আরো অন্ধকারে......

ফসিল

 মনের কথা মনেই জমে ভাষা শব্দ  হারায় সাগর মাঝে ফসিল জমে বন্ধ চেতনায়

সময়ের কথা

 সময়ের কথা সময়ের কন্ঠস্বর শুনতে পাচ্ছ  শুনতে পাচ্ছ গোঙরানো কান্না  সময় আজ সময়ের নিরিখে ছুটে চলে শেষের ঠিকানায় - অতীতের স্মৃতি চোখের পাতায় ঝাপসা ভুল স্বপ্নের মরদেহ ঘারে এক টুকরো আগুনের প্রত্যাশায়- কিছুক্ষণ আরো কিছুক্ষণ  সময় আজ শেষের পাতায় হিসাব মেলাতে ব্যস্ত দু আনা- চার আনা হাতে গোনা ইতিহাস  ছিন্ন পত্র, ছিন্ন বস্ত্র জীর্ণ শরীর মাঝে মুগ্ধ মনের শেষ সম্ভাষণ-  তারপর এক টুকরো আগুনের প্রত্যাশায়- কিছুক্ষণ আরো কিছুক্ষণ ।।    মিষ্টি দে

পুরুষের প্রেম

 পুরুষের প্রেম  মিষ্টি দে পুরুষের প্রেম প্রাণ হীন পাথরের মতো পুরুষের প্রেম বড় নিষ্ঠুর  চোরাবালির গহ্বর  পুরুষের প্রেম নারীর শরীরে নিজের অধিকার স্থাপন যেমন রাজা রাজ্য অধিকার করে নিজের প্রতিক স্থাপন করে  বিজয় পতাকা উড়িয়ে দিয়ে, বিজয়- উল্লাস  নারী শরীর জয় করবার আনন্দ । মনের খোঁজে পুরুষের প্রয়োজন কোথায় ? নারী শরীরের রহস্য উদ্ঘাটনে  ভালোবাসার হোক না বিসর্জন  নারী তবুও প্রেমহীন পুরুষের বুকে ভালোবাসার সুখ খুঁজে  বেড়ায়  কাঙ্ক্ষিত ভালোবাসার অবান্তর রূপ ।

কথা

 কথা মিষ্টি দে কিছু কথা অপূর্ণ থাকা ভালো কিছু বোঝাপড়া নাই বা পূর্ণ  হলো কিছু ভালোলাগা না বলাই ছিলো ভালো কিছু স্বপ্ন, শুধু  অন্ধকারের আলো। ভুল যদি হয় , হোক না ভুল আবার জীবন আমার আপোসহীন বাঁচা  কথা ছিলো অনেকখানি বাকি হলো না  বলা শেষের কড়ি গুনি আবার যদি কখনো হয় দেখা আবার যদি একটু সময় পাই সেই কথাটা বোলবো তোমায় আমি যে কথাটা বোলবো তোমায় ভেবে কাটলো দিন কাটলো  কত না নিশি  ।।

শূন্য পৃষ্ঠা

 শূন্য পৃষ্ঠা  মিষ্টি দে চুপ করে থাকা ঝিম ধরা অন্ধকার  অলস মনের কথা  শুধু কানাকানি  ফিসফাস  বেহিসাবি জীবনের শেষ গল্প  কোথায় লিখে যাবো?? সোঁতা মাটির গন্ধে তৈরী কোরবো ছন্দ?  বালিয়াড়ির কাদায় , ঝর্ণার জলে, পাহাড়ের ধারে- মৃত্যু হাতছানি  সাগরের গভীর অতলে- আমার তোমার  আশা নিরাশার গল্প   লিখবো কোথায়???? গোপন গোপন  গোপনীয়তার প্রাচীরে   সকলের আড়ালে ,  জন্ম জন্মান্তরের কাহিনী  লিখব কোথায়???

আধুনিক ভালোবাসা

 আধুনিক ভালোবাসা  মিষ্টি দে ভালো- বাসার মতোই ভালোবাসাও হয় দুটো চারটে ছটা।  হয় তো বা তারো বেশি। ভালো বাসার মতো ভালোবাসাও যেন নিজের প্রতিষ্ঠা প্রমাণ করে। ঘরের সামনে সাজানো বাগান মোজায়েক মেঝে ঝকঝকে টাইলস্  সাজানো ভালো- বাসা। তোমার ভালোবাসার দুই, চার, ছয়  আমিও একটা সংখ্যা মাত্র   আমারও ইচ্ছে করে তোমার মতো ভালোবাসি তুমিও হবে আমার ভালোবাসার সংখ্যা  তোমার মতো আমার মনেও হবে  অনেক মানুষের আনাগোনা তোমার মতো আমিও তোমাকে বোলবো ভালোবাসি, তোমাকে ও ভালোবাসি। যেমন ইট, বালি, সিমেন্টের ইমারত ইন্জিনিয়ারের কল্পনার রূপ রেখা ভালো-বাসা ঠিক তেমনি পিটুইটারির ভাবধারা শরীরের খেলা, হরমোনের টানাপোড়েন এই তো ভালোবাসা মন? সে আবার কি? আত্মার বন্ধন? দেখা যায় নাকি? ভালোবাসা! আজ আধুনিক ভালোবাসা।

কথা রাখেনি সে

 কথা রাখেনি সে  মিষ্টি দে  কথা রাখেনি সে  আকাশ কে দেওয়া কথা  বাতাস কে দেওয়া কথা  মনের সাথে মনের নিস্তব্ধ কথা- রাখেনি সে.  দীর্ঘ প্রতীক্ষায় দেওয়া কথা রাখেনি সে  ক্ষনিকের উন্মাদনা ক্ষনিকেই হলো শেষ  কথা রাখেনি সে  না বলা সে কথা, না বলা সাথে থাকা  এক লহমায় শেষ  কথা রাখেনি সে.  চোখের ভাষা মিথ্যা সাজা  নাগ পাশের  কঠিন ব্যথা  আকাশ ভেঙে বৃষ্টি আসুক  কেউ তো কাঁদুক  কেউ তো বুঝুক  অবুঝ মনের  ভুলভ্রান্তি  দিনের অবশেষে  কথা রাখেনি সে কথা রাখেনি সে......

ছুটি

 স্বপ্ন আমার রাজ হংসের পাখা  ইচ্ছে আমার ছুটন্ত সেই ঘোড়া  কল্পনা তুই বৃষ্টি ভেজা রাত  সাধনা তোকে দিলাম বুঝি ছুটি.  যদি কোনোদিন আবার দেখা হয়  তোর ঘ্রানে  মাতাল হয় মন  আবার না হয় গাঁথবো  ইচ্ছে মালা  পড়বো গলায় হাজার স্বপ্ন বাঁধা                                             মিষ্টি দে  1july2019

শুধু তোমার জন্য

 শুধু তোমার জন্য  মিষ্টি দে তোমার জন্য ই কবিতা লিখি তোমাকেই ভালোবাসি তোমার জন্য ই  আকাশকুসুম  ভাবতে ভালোবাসি তোমার জন্য স্বপ্ন দেখা একার সাথে লড়াই  তোমার জন্য ই যুদ্ধে  জেতা নানান চড়াই উতরাই তোমার জন্য লিখবো গান দেবো নতুন সুর তোমার জন্য  পেরিয়ে যাবো  হাজার পথের দূর।

পিছুটান

 পিছুটান  মিষ্টি দে  কবিতা যখন শেষের পাতায়  বাঁচবার আসা খোঁজে  অতীত তখন তার বাঁধনে  আমায় বেঁধে রাখে.  কবিতা যখন নীল আকাশে  সাদা মেঘের কোলে  মুক্তি পথে যাত্রা করে  স্বপ্ন সাথে নিয়ে  অতীত তখন নিবিড় ভাবে  আমার কানে কানে  চেনা বাঁশির সুর শুনিয়ে  আমায় বেঁধে রাখে  যখন মনের ডানা ছটফটিয়ে  তাকাই আকাশ পানে  অতীত তখন আকাশ পারে  সাতরঙা ছবি আঁকে  কবিতা যখন সাগর মাঝে  ঝিনুক খুঁজে ফেরে  অতীত তখন আমার পায়ে  সোনার বেড়ি বাঁধে  কবিতা যখন শেষের পাতায়  বাঁচবার আসা খোঁজে  অতীত তখন ভবিষ্যতের  তানপুরায় তার বাঁধে.....

আকার

 #আকার  মিষ্টি দে  আলতো করে ছোঁয়া  আলতো ভালোবাসা  গভীর দুটো চোখ  মনের গভীর কোন  গড়েছে কার বাসস্থান আবেগ মাখা স্বপ্নে  জমেছে অনেক যত্নে   নিবিড় করে পাওয়া  জীবন পথের ছায়া  তোমার আলতো ছোঁয়া  তোমার ভালোবাসা ভরেছে শুন্যস্থান

চাওয়া

 চাওয়া  ভালো নয় একটু খারাপ হতে চাই  ঝলমলে আকাশ না   একটু কাল বৈশাখী চাই  চাঁদের জোৎস্নার আড়ালে  কলঙ্কের ভালোবাসা চাই  - ভালো নয় একটু খারাপ হতে চাই                                                    মিষ্টি দে

বর্ষা

 #বর্ষা  মিষ্টি দে   বর্ষা তুই বন্ধু হবি আমার?  বর্ষা তোকে রাখবো যত্ন করে.  বর্ষা তোকে জড়িয়ে ধরে বলি  আমায় ছেড়ে যাসনা চলে ওরে  বর্ষা তুই আয় না কাছে আমার  বর্ষা তুই মেঘ কে ভুলে যা  বর্ষা তুই আমার মনের সব  চোখের তারায় রাখবো তোকে ধরে.  বর্ষা তুই বন্ধু হবি আমার বর্ষা তোর অঝোর ধারায় ডুবে  কুল হারাবো হারাবো নিজেকে  বর্ষা তোর স্পর্শ টুকু দে  বর্ষা তোর ভালোবাসার ছোঁয়া.  বর্ষা তুই আমার কাছে আয়  বর্ষা তুই আমার মনের সব  চোখের তারায় রাখবো তোকে ধরে.

আয় বন্ধু বৃষ্টি ভিজি আয়

 আয় বন্ধু বৃষ্টি ভিজি আয়  বৃষ্টি জলে চোখের জল ধুয়ে ফেলি আয়  আয় বন্ধু বৃষ্টি ভিজি আয়  ভুল গুলো সব ধুয়ে ফেলে  নতুন শুরু আয়  আয় বন্ধু নতুন ভাবে আয়  আয় বন্ধু বৃষ্টি ভিজি আয়

ধাঁধা

 #ধাঁধা  মিষ্টি দে  কিছুতো তফাৎ হবে আমা তে তাহাতে  কিছুতো তফাৎ হবে আমা তে সবে তে  খুঁজে দেখো মেলে যদি আমার অনুরূপ   খুঁজে পাবে নিশ্চই বহু রূপে রূপ     প্রশ্ন কিছু থাকে যদি থাক মনে মনে  আঁধার সকাল হয় সময়ের ক্ষণে  নির্বাক শব্দ বলে যায় কথা  চাপা পড়ে থাকে,  না বলা সে ব্যাথা  কিছুতো তফাৎ হবে আমা তে তাহাতে কিছুতো শব্দ হবে  ওলোট পালট  কিছু সমীকরণ মিলবেনা কিছু তে  কিছু প্রশ্ন শুধু সমাধান খোঁজে....

আমি বেঁচে আছি

 #আমি বেঁচে আছি  মিষ্টি দে  আমি বেঁচে আছি  হৃদয়ের গভীর অনুরোধে  অস্তমিত সূর্যের রক্তিম হাসি নিয়ে  আমি বেঁচে আছি.  আমি বেঁচে আছি  রাতের অন্ধকারে বয়ে চলা চোখের জলে  ভাঙা স্বপ্নের একমাত্র সাক্ষী হয়ে  আমি বেঁচে আছি  আমি বেঁচে আছি  পৃথিবীর নিষ্ঠুর আঘাতে উত্তর বিহীন প্রশ্ন বুকে নিয়ে শত শত মানুষের প্রতিনিধি হয়ে  আমি বেঁচে আছি.  আমি বেঁচে আছি  ইতিহাস সৃষ্টির হাতিয়ার হয়ে   মূল্যবান জীবনের মূল্য ছিনিয়ে লিখে যাবো জীবনের বাণী দিয়ে যাবো সকল জীবনের শেষ মূল্য  বলে যাবো শেষ বার  আমি বেঁচে আছি.......

#আমি আর সময়

 #আমি আর সময়  মিষ্টি দে  সময় তুই চলতে থাক  ধরে ফেলবো ঠিক  সাময়িক না হয় পিছিয়ে আছি  ছুঁয়ে ফেলবো ঠিক.  সময় তোর সময় কম  তাই দৌঁড়েছিস প্রানপন  আমার হাতে সময় অনেক  তাই বসে থাকি সারাক্ষন  সময় তোর ভ্রূকুটি কে  ভয় করিনা  আমি  আমার ইশারায় সময় চলে  সময় বানিয়েছি আমি..

একলা ভীষণ লাগে

 একলা ভীষণ লাগে মিষ্টি দে  সারাটা দিন একলা পথ চাওয়া মনের  আকাশে মেঘের আনাগোনা  পাখির ডাকে যদিও ঘুম ভাঙে  মন যে আমার এখোনো ঘুমিয়ে আছে.  সারাটা দিন স্বপ্ন সাজাই হাতে  কি জানি কখন ঘুম ভেঙে যায় পাছে  তখন আমার কঠিন সত্য মাঝে  একলা ভীষণ একলা ভীষণ লাগে.  মানুষ ভিড়ে কাজের চাপে বাঁচা  নকল হাসি, নকল কথা বলা,  সত্যি যখন বলেছি ভুল করে  ভেঙেছে ঘুম সত্যের আঘাতে  তখন আবার মিথ্যে করে হাসা  মিথ্যে বাঁচা মিথ্যে কথা বলা  নিজেকে লুকাই নিজের অন্তরালে  একলা ভীষণ একলা ভীষণ লাগে....

ভালোবাসা

 "ভালোবাসা টা নেহাতই ফিকে  অন্ধকারের খেলা  ভালোবাসাটা স্বপ্নে মেশা  নিতান্তই অবহেলা  ভালোবাসা টা চোখের দেখা  গোপনে নাম লেখা  ভালোবাসা টা ভাবনা কেবল  এক পলকেই হাওয়া "

তোমার মন

   #তোমার মন  মিষ্টি দে  শুনছো,  কবে থেকে খুঁজছি  নীল আকাশে তাকিয়ে খুঁজি  ফুলের গন্ধে খুঁজি  সাগরের ঢেউয়ে,  চাঁদের আলোয়  নক্ষত্রের ছবিতে  খুঁজে পাচ্ছিনা জানো - মেঠো পথের ধার ধরে  গোধূলি আলোয়  অঝোর বৃষ্টির শব্দে  কোথায় হারিয়ে গেলো?  সকল শুন্যতার মাঝেও  যাকে সবসময় আঁকড়ে  আষ্টেপিষ্টে জড়িয়ে রেখেছিলাম  আজ কোথায় হারিয়ে গেলো বলোতো ! তুমি অমন করে চেয়ে আছো কেনো?  তোমার চোখের প্রশ্নে তাকে পাবো?  তোমার কাছে একটু আসবো?  যদি তোমার শরীরের গন্ধে তাকে পাই  সে যে খুব প্রিয়, খুব আপন আমার  কোন অবসরে, কোন অছিলায়  কোথায় হারিয়ে গেলো?  দেবে খুঁজে?  দেবে আমায়?  সে যে আর কিছু নয়  সে যে "তোমার মন "

আকাশ প্রদীপ

 তোমার আকাশে আকাশ প্রদীপ দেখতে পেয়েছো কি???   তোমার আমার ভালোবাসার  আলো জ্বেলেছি.  যতই ঝড়, যতই মেঘ  আসুক আকাশ  পথে  আলোর শিখা পথ দেখাবে  থাকবো মনে সাথে.  মনের আকাশে আমি আছি  দূরের তারা হয়ে  দিনের শেষে চেয়ে দেখো  সকল কাজের শেষে....

বাঁচার মানে

 বেঁচে থাকাটাই মূল্যহীন  বেঁচে থাকাটাই নিরাশা  বেঁচে থাকাটাই জীবন মাঝে  মৃত্যু কে কাছে পাওয়া  বেঁচে থাকাটাই  আপোষ শুধু  বেঁচে থাকাটাই কঠিন  বেঁচে থাকাটাই আলো হীন  অন্ধকারে মরা  বেঁচে থাকাটাই স্মশান ভূমি  প্রেতাত্মার কোলাহল  বেঁচে থাকাটাই আর কিছু নয়  শুধুই চোখের জল....  মিষ্টি দে 24/11/2019

ক্লান্তি

 আশা নিরাশার দোলাচল   ভালোবাসার আড়ালে  বাঁচা মরা  নিরুপায় শ্বাস নেওয়া  শ্বাস ছাড়া এও কাজ  বিশ্রাম বিহীন চলতে থাকা  বেঁচে থাকার প্রমান নিয়মিত  দিতে  দিতে ক্লান্ত....

উপহার

 উপহার  মিষ্টি দে  সেই রুপোর কলম টা  তোমার বুক পকেটে রেখো  আমি যদি নাই বা থাকি  তোমার মনের কাছে  আমার দেওয়া কলমটাকে  তোমার কাছে রেখো  তোমার মনের  হাজার শব্দ   শুনতে পাবে  সে  তোমার ছোঁয়ায় কতো না জানি   গল্প কথার সাক্ষী থাকবে সে...  আমি যদি নাও থাকি  সেই কথাটা রেখো  রুপোর কলমটা  তোমার ওই  বুক পকেটে রেখো  তোমার সাথে থাকতে আমার  বড়ো সাধ জাগে  তোমার চোখের স্বপ্ন হয়ে  বাঁচতে ইচ্ছে করে  আমি না হয় হারিয়ে গেলাম  হাজার ভিড়ের মাঝে  রুপোর কলম থাকুক  সাথে   আমার ছায়া  হয়ে.....1/4/2020..23:33  .

আজকে আবার ভাবছি তার কথা

 ***আজকে আবার ভাবছি তার কথা*** ভাবছি বসে তার কথা করছি আলাপন ভাবছি তাই কোথায় রে তুই আমার আপনজন

মাতৃ দিবস

 মাতৃ দিবস  মিষ্টি দে  মাগো তোমার দিনে তোমায় দেবার  কিছুই আমার নেই যেনো।  তোমার দেওয়া জীবনটাই  রাখতে পারিনা ঠিক মতো।  তোমার দেওয়া মনে আমার  মিশেছে অনেক ক্ষত।  মাগো তোমার দিনে তোমায় দেবার কিছুই আমার নেই যেনো। জীবন নদীতে তোমার ভেলায় কেটেছে অনেক বেলা  আজ জীবন খেলার এই মেলাতে ছারিস নেমা একা। ঘুরছে দুনিয়া বন্ বন্ বন্  যেমন নাগরদোলা ঘোরে মুখোশ পরা মানুষ গুলো  চিনতে পারি নাযে। নানান চটক, নানান রং দিচ্ছে হাতছানি  মরণ কূপের খেলায় মা অনেক পুরস্কার  জানি!  একটিবার খেলতে দে মা দে মা অনুমতি  জিতলে পরে সবার সেরা হারলে শ্মশান ভূমি। 14/5/2017

ইন্দ্রজিৎ

 #ইন্দ্রজিৎ  #মিষ্টি দে  ইন্দ্রীয় আজ আমার দখলে  আমি ইন্দ্রজিৎ  ত্রিভূবন আমি জয় করেছি  আমি সর্বজিৎ  ত্রিকালেশ্বর আমি ই ওরে  আমি ই যে ঈশ্বর  সর্ব কালের আমি সেরা  আমি ই মহেশ্বর সৃষ্টি আমি ধ্বংস আমি  আমি ই বজ্র হুঙ্কার  বিনাশ আমি প্রলয় আমি আমাতে মৃত্যু ঝংকার #ইন্দ্রজিৎ  #মিষ্টি দে  Edited ইন্দ্রীয় আজ আমার দখলে  আমি ইন্দ্রজিৎ  ত্রিভূবন আমি জয় করেছি  আমি সর্বজিৎ  ত্রিকালেশ্বর আমি ই ওরে  আমি ই যে ঈশ্বর  সর্ব কালের আমি সেরা  আমি ই মহেশ্বর সৃষ্টি আমি ধ্বংস আমি  আমি ই বজ্র হুঙ্কার  বিনাশ আমি প্রলয় আমি আমাতে মৃত্যু ঝংকার  আমি ই শেষ আমি ই যে শ্রষ্ঠা  আমি অহংকার  সর্বকালের আমি ই সেরা  আমি ই অধিশ্বর...  মিষ্টি দে আমি ই শেষ আমি ই যে শ্রষ্ঠা  আমি অহংকার  সর্বকালের আমি ই সেরা  আমি ই অধিশ্বর...  মিষ্টি দে

আবেগের ঘোরে বাঁচা

 দিন যায় দিন আসে  স্তব্ধ পৃথিবী সাড়া দেয়  মন যেনো অচেনা আঁধারে  গলি পথ ধরে ছোটে  ওই বুঝি আলো রাজপথের  আরো কিছু দিন আরো কিছু সময়  আবেগের ঘোরে বাঁচা....  মিষ্টি দে 

অমূল্য

অমূল্য  মিষ্টি দে  স্বপ্ন দেখা স্বপ্ন মাখা  ভালোবাসার কাঙাল  একটু দেখা একটু বোঝা  জীবন শুধু দালাল  রইলো পড়ে অবোধ মন সৃষ্টি ছাড়া জীবন   শুন্য আজ জমানো ধন  অনাসৃষ্টি কেমন  অবাক দৃষ্টি বিকার মগজ  ব্যর্থ আবেগ শুন্য মন  সকল শেষে অবশেষে  নকল হাসি নির্নিমেষে  আসবে সেদিন শেষের সে দিন  সকল অবসানে  ব্যর্থ জীবন জীবন শেষে  অমূল্যের সন্ধানে...

সই

 সই  Misti De সই  পাতিয়েছি তোমার সাথে  বাঁধন দিয়েছি মনে  মনের মাঝে ঠাঁই দিয়েছি  আদর  দিয়েছি  যতনে  নিয়তি আমি বিধির লিখন  বাসা বেঁধে আছি  মননে  হারাবি হাজার মিলবো আবার  পালাবি তুই কেমনে  মনের সাথে বাঁধন দিয়েছি  চেতনায় আমি আছি  সম্পর্ক হীন নিবিড়তায়  বিনিসুতোর মালা গেঁথেছি  ফাঁস হয়ে আমি থাকবো সাথে  চেতনায় যাবো মিশে  যেখানেই যাবি দেখবি আমায়  নিঃশ্বাসে রবো  মিশে  জীবন পথের নানান খেলায়  যাই হয়ে যাক পথে  জীবন মৃত্যু বাঁধা ডিঙিয়ে  থাকবো তোর সাথে তবুও যদি বলিস  একবার  ছেড়ে চলে যাবো তোকে  আর কখনো ফিরবোনা ওরে  স্মৃতি রেখে দেবো বুকে  দূর থেকে তোকে দেখবো শুধু  সাজাবো জীবন ডালি  সই পাতিয়েছি তোর সাথে আমি  আদরে ডেকেছি "বালি".....

শুধু তোর জন্য

 শুধু তোর জন্য  মিষ্টি দে তোর জন্য ই কবিতা লিখি তোকেই ভালোবাসি তোর জন্য ই আকাশকুসুম  ভাবতে ভালোবাসি তোর জন্য স্বপ্ন দেখা একার সাথে লড়াই  তোর জন্য ই যুদ্ধে  জেতা নানান চড়াই উতরাই তোর জন্য লিখবো গান দেবো নতুন সুর তোর জন্য  পেরিয়ে যাবো  হাজার পথের দূর।

শুন্য না পূর্ণ

 শুন্য না পূর্ণ  মিষ্টি দে  সম্পর্কের ইতি  ভালোবাসার স্মৃতি  আঁকড়ে পাকড়ে ধরা  জমতে থাকা চরা  তোমায় ভালোবাসি  হারিয়ে গেছে বাঁশি  ডুবতে আমি রাজি  দুঃখ মাঝে আমি  শেষের সুরে গান  হারালো আজ প্রাণ  আবার শুরু  শুরুর  অপেক্ষা সেই সুদূর  শুন্য  ঘট  পূর্ণ  না পূর্ণ ঘট শুন্য....

ধর্ম

 ধর্ম  মিষ্টি দে  ধর্ম বিহীন রাষ্ট্র উঠুক গড়ে  ধর্ম বিহীন সমাজ উঠুক জেগে আমার কোনো ধর্ম নেই রে ভাই ধর্ম সেতো কোথায় গেছে চলে ধর্ম তোকে দেখতে কেমন ওরে  রক্তে মেশা চোখের জলের ছায়া! ধর্ম বলে রাজার নিতিতে  অহর্নিশি আমায় পাবি খুঁজে  ধর্ম নামে শাসন চলে আমার অধর্মের সিংহাসনে চেপে   সময় বুঝে বদল বদলের   ধর্ম সেতো সময় ক্ষনিকের  ধর্ম সেতো রাজার মুঠোয় আঁটা  ধর্ম কবেই কফিনে গেছে বাঁধা  চিতার আগুন জ্বলছে নিজের তেজে ক্লান্তি ঘেরে ধর্ম ধর্ম খেলে  ধর্ম সেতো অন্ধকারে মোরা ।  ধর্মে আজ অধর্মের ছোঁয়া । ধর্ম বলে গভীর চিৎকারে  ধারণ যাহা করিস তাহাই ধর্ম রে...                                                মিষ্টি দে

কলঙ্কিনী

( click on the link to  read the full Poem.) #কলঙ্কিনী মিষ্টি দে লোকে বলে কলঙ্কিনী  যেমন নুপুরের রিনি ঝিনি সারা দিনরাত কানে বাজতেই থাকে, ঠিক তেমনি কলঙ্কিনী শব্দের ঝঙ্কার হৃদয়ের গভীরে, গভীর থেকে গভীরে শাশ্বত  মন্ত্রের মতো ধ্বনিত হতে থাকে কলঙ্কের কালিতে আমি স্নাত সারা শরীরে মনে কলঙ্কের ছোঁয়া আমায়, আমার সাথে করে পরিচিত  মুহূর্তে এই কলঙ্ক আমায় করে তোলে অনন্যা অধরা আকাশের চাঁদের আলোয় যেমন ধৌত হয় সারা বিশ্ব কলঙ্কের কালো দাগে চাঁদ হয়ে ওঠে অতুলনীয়া আমার কলঙ্ক ও আমাকে করে তোলে সমাজ বিচ্ছিন্না অনন্যা অপরূপা কৃষ্ণ প্রেমে রাধা কলঙ্কিত কলঙ্কিত যমুনার জল কলঙ্কিত জ্যোৎস্নার আলো আমি ও আমার হাজার হৃদয়ের ভালোবাসায়, বার বার হই কলঙ্কিত..... 12/08/2020

জীবন খেয়া

 #জীবন খেয়া   ভাবছি বসে জীবন খেয়া  কোন দিকে তে চলে  ভাবছি বসে অথৈ নদী  কি কথা সে বলে  ও মাঝি কোন দিকেতে  দাঁড় টানিস, কোন দিকে তে যাস  আথুল পাতুল আথুল পাতুল  কোন দিকে তে বাস  চারিদিকে শুধু জলের ঢেউ  তীর দেখা যায় কৈ  জীবন খেয়া ভেসে চলে  অথৈ জলের ঢেউ....